হোস্টেলঃ- বিয়াম ফাউন্ডেশনে প্রশাসন ক্যাডারসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তা ও বিদেশী অতিথিদের জন্য গিজারসহ সাধারণ ও শীতাতপ নিয়ন্ত্রিত উন্নতমানের আবাসন সুবিধা রয়েছে। এখানে ১৪ টি নন এসি সাধারণ কক্ষ, ৬৩ টি এসি কক্ষ, ১৬ টি ভিআইপি কক্ষে মোট ২০৩ টি বেড রয়েছে। উল্লেখ্য, বিসিএস (প্রশাসন) ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডার, সরকারী/বেসরকারী ব্যক্তিবর্গ এবং বিদেশী অতিথিগণ বিয়াম বোর্ডের নির্ধারিত ভাড়ায় কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে বিয়াম হোস্টেলে অবস্থান করতে পারেন।